বন্দী ঘরে একা
-------------


একটি ছেলে বন্দী ঘরে
             থাকতো বসে একা
ভাবতে বসে দুনিয়াটাকে
             কেমনে যায় দেখা।
এমনই কথা ভেবে ভেবে
             কিনলো এমন যন্ত্র
পরম সুখে ভাবলো এবার
             হাতের মুঠোয় মন্ত্র।
অষ্টপ্রহর একই চিন্তা
            শুধুই যন্ত্রটাকে নিয়ে
কায়িক শ্রমের গুরুত্ব ভুলে
               ভাবনা শুয়ে শুয়ে।
বৃদ্ধ পিতা বিপদ বুঝে
             স্নেহের সুরে ডাকে
ওরে খোকা দুয়ার খোলো
            দেখো আকাশটাকে।
ছুটছে মানুষ সময়ের স্রোতে
             জীবনের মূল্য দাও,
কায়িক শ্রমের কর্ম করো
               বাঁচতে যদি চাও।
ব্যর্থ হয়ে ফেরে  পিতা
             কপালে হাত রাখে
এমন ছেলে শোনেনা কথা
       চারদেয়ালে বন্দি থাকে।
কালের নিয়মে ধীরে ধীরে
             সময় পেরিয়ে যায়
বৃদ্ধ পিতা বিধাতার কাছে
            করুন প্রার্থনা  চায়।
হে প্রভু ক্ষমা করো
          মোর জীবনের ত্রুটি,
মানুষের মতো মানুষ করার
              সব চেষ্টাই মাটি।


          -------- বিশ্বজিৎ মারিক
30/07/2020
বহরু, জয়নগর।