ভালো লাগছে না, অসহ্য এদিনকাল।
কেউ বেঁচে নেই
শুধু টিকে আছে, নেহাতই টিকে আছে আজকাল ।
ভাবো দেখি একবার তুমি
এমনই কি হতেই হবে,
পৃথিবীর সব ঘড়ি থেমে যাবে
হীরের টুকরো ছেলে মেয়ের দল হবে দাবার ঘুঁটি,
খেটে খাওয়া মানুষের জুটবে না সামান্য রুটি ।
তবে অসামান্য সৃষ্টি কাদের আগুনে হবে রঙীন মশাল?
ওরা বেঁচে নেই
শুধু টিকে আছে নেহাতই টিকে আছে আজকাল ।
এই মুনাফা বাজীর দেশে
মানুষ এক পণ্য বিশেষ ।
মুন্ত্রী-টন্ত্রী থেকে শুরু করে
পাড়ার দালাল নেতা,
পেটমোটা ব্যবসায়ী,
ঘুষখোর বাবু সব,
খবরের বিজ্ঞাপক,
ধর্মের ফেরিওয়ালা,
বদরাগী বাড়িওয়ালা-
সকলের কাছে তুমি পন্য বিশেষ ।
হও বেরোও খোলোস ছেড়ে
নয়তো তুমি ও কাল বনবে দালাল ।
তুমি বেঁচে নেই নেহাতই টিকে আছ আজকাল।


--------********------------