তোমার ধ্বনি যুক্ত অক্ষরগুলো আমরা সাজাই
মনের স্মৃতি ও সুখের বাস্তব চিত্রে লিখে যাই।
তোমার সংযোজনে খুঁজে পাই কত অতীত  
তোমাকে আশ্রয় করে পাই বেঁচে থাকার ইঙ্গিত।
আপন মনে সীমাবদ্ধ জগৎ হতে বহু দূরে --
কখন গভীর অরণ্যে,সমুদ্রে,কিম্বা খোলা প্রান্তরে।
মন পাখি উড়ে যায় উন্মুক্ত আকাশে মনের সুখে
যেথা প্রেম বিরহ লুকোচুরি করে ছন্দময় আলোকে।
যুগে যুগে স্রষ্টার সৃষ্টি অমরত্বের অস্তিত্ব খুঁজে পায়,
আগামী প্রজন্ম প্রেমহীন মরুতেও ফুল ফোটায়।
বর্ণমালা হারিয়ে যেতে পারে না মনুষ্য জীবন হতে
যতই ঘটুক আধুনিকীকরণ,অতি যান্ত্রিক যাত্রাপথে।


         ****************


26/12/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা, জয়নগর।