জনম তব এই প্রকৃতির কোলে
সহস্র বছর ধরে ধরার তলে।
অজস্র অবদান নিঃশর্তে করলে দান,
নিরব নিস্তব্ধ মরমে আত্মবলিদান।
সার্থক ধরিত্রী মাতার স্নেহ ধন্য,
এই পৃথিবীর পরিবেশ তোমাতেই অনন্য।
রুদ্ররুপী প্রকৃতির রোষ যখন জীবন শঙ্কট
মাতৃসমা রক্ষা কবজ তুমি একমাত্র প্রকট।
শত সহস্র বনের যত পাখি
জীবন ভোরে শ্বাস নেয়,আনন্দে করে ডাকাডাকি।
কত জীবন মৃত্যু তোমার তলে হল লীন
নীরব তার যন্ত্রণা সহেছ নিঃশব্দে অমলীন।
কতজনপথ নদনদী হল পরিবর্তন
অতীত সাক্ষ্য বহন করে হও পিঞ্জরে সিঞ্চন।
আকাশ বাতাস আচ্ছন্ন কালো অন্ধকারে।
লোলুপতার স্পর্শে সবুজ অবলুপ্তির কারাগারে।


---------*******----------