মেঘলা আকাশে উদাস নয়নে
শিখর চুড়া হতে
শীতল ধারায় বহিতে থাকি
সবুজ মাটির পৃথিবীতে।
আমি তখন ছিলেম অষ্টাদশী
স্বপ্নের দেশে থাকি;
মনের মাঝে আমায় এঁকে
করতে কতো খুনসুটি!
তোমার সাথে সখ্যতা মোর
কোনসে অতীত কালে!
তপ্ত লাভায় কঠিন পাথারে
লুকালে কোন অন্তরালে!
উজান স্রোতে গা ভাসিয়ে
আমার বুকে পাড়ি
পেঁজা তুলোর মেঘের দেশে
যেখানে আমার বাড়ি।
দিবারাত্র ভাসিয়ে তোমার ঐ
মনো ডিঙা খানি
আপন মনে সুরের লহরি
ভাঁজতে দিবস-রজনী।
পার্থিব যাকিছু সঙ্গে ছিল
ধ্বংস করে দিলে
ভীষণ প্রলয় তুফান ঝড়ে
নিঃস্ব করে গেলে।
তবুও তুমি হাল ছাড়োনি
লড়াই হল ভীষণ,
আমিই শুধু দেখেছি তোমায়
শেষ অশ্রু বিসর্জন।
🌾🌾🌾🌾🌾🌾🌾
14/012021
বহড়ু, জয়নগর, দক্ষিণ ২৪পরগনা।