বৃষ্টি
তোমার জন্য
আশ্রয় খুঁজে অসহায় মুখ
বাণের জলে ভাসছে সুখ।
বৃষ্টি
তোমার জন্য  
অসহায় চোখে তাকিয়ে দেখা
ভীষণ তোড়েও দাঁড়িয়ে থাকা।
বৃষ্টি
তোমার জন্য
ধূ ধূ মাঠে সোনালী খুশি
চাষীর মুখে খুশির হাসি।
বৃষ্টি
তোমার জন্য  
কালো মেঘে সূর্যটাকে ঢাকে
লোডশেডিং এ অন্ধকার থাকে।
বৃষ্টি
তোমার জন্য
ডালে চালে খিচুড়ি ভাত
ভ্যাবসা গরমে সারা রাত।
বৃষ্টি
তোমার জন্য
ভীষণ জোরে বর্জ্যের আঘাত
জলের তলায় শহরের রাত।
বৃষ্টি
তুমি সকল
ভালো মন্দের সাক্ষী  থাকো
ধরণীকে সবুজ শীতল রাখো।
--------------------------
বহড়ু,জয়নগর
19/08/2021


নিত্য পথের প্রতিবেশী।


মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টি
অসহ্য ভীষণ গরম,
ভীড়ে ঠাসাঠাসি স্পেশাল ট্রেন
মুখে নাইকো শরম।
নানা মানুষের নানা আলোচনা
হাওয়া ভালোই গরম।
প্রতিদিন ওরা একসাথে যায়
নানা বৈচিত্র্যের ধরন।
ভিন্ন মানুষ ভিন্ন কাজ
চলেছে ওরা পাশাপাশি,
পরিচিত ওরা একে অপরের
নিত্য প্রিয় প্রতিবেশী।
--------@@@@@-------
বহড়ু, জয়নগর
19/08/2021