হয়তো একদিন মধ্যরাতে
ঐ ঝলমলে চাঁদটাও
হারিয়ে যাবে!
তোমার দৃষ্টি হতে,
হঠাৎ কোনো অজানা
অশণি সংকেতে।
অহংকারে প্রজ্জ্বলিত রশ্মি
অস্তমিত হবে একদিন
গভীর কালো-
অমাবস্যার তিমিরে!
তবে মিথ্যা কেন
মরীচিকার পিছনে ছোটাছুটি!
ভীষণ প্রলয় ঝোড়ো বাতাস
মনটাকে দুঃখের নদীতে
ভাসিয়ে নিয়ে যাবে সেদিন
গুটিগুটি পায়ে!
দম্ভের অট্টালিকা
চূর্ণ হবে-
সময়ের কালে;
চলন্ত ঘূর্ণিপাকের চোরাস্রোতে
থমকে যাবে-
লোভ, সার্থপরতা, নীতিহীনতা;
ভস্মীভূত হবে উত্তপ্ত অনলে।
চলো ফিরে যাই
সেই নিঃস্বার্থ
ভালোবাসার রাজপ্রাসাদের অলিন্দে,
যেখানে যুগ যুগান্ত ধরে
অপেক্ষা করছে
তোমার স্বর্ণালী অতীত
পরমানন্দে।
দিকচক্রবালে নেশার মতো!
প্রগতিশীলতার জোয়ারে
ভেসে থাকা
শুধুই পণ্ডশ্রম
সীমাবদ্ধ গণ্ডীর আবর্তে।
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


23/11/2020
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।