ছন্নছাড়া
*****


_____বিশ্বজিৎ মারিক


অসুস্থ একা শয্যায় বিনিদ্র  রাত কাটে
শুধু অজানা দুশ্চিন্তার কথা ভেবে।
সকল ভাবনাগুলো কেন্দ্র বিন্দু একটাই
মনের অজান্তে
কখন যে দখল এক রাস হতাশা।
চারিদিকে কেমন এক  নিস্তব্ধতা
গভীর অন্ধকার মনের আকাশটা।
রাস্তার ওই কুকুরটাও কেমন ডেকে চলেছে
এক অজানা আতঙ্কে,
ও বোঝে কোথায় যেন একটা
অনিয়ম ঘটে চলেছে,
এই সুস্থ পরিবেশ কেমন নিষ্টুর ব্যাঙ্গ বিদ্রুপ করে।
চরম হতাশায় কিংবা দুঃখে  
আজ চোখের পাতাগুলো কেমন ভিজে ভিজে
দুশ্চিন্তার কালো ছায়া অসহায় মনটা ঢেকে ফেলেছে গাঢ় অন্ধকারে!
সুন্দর পায়ে চলার রাস্তাটা ভীষণ সিক্ত,
অতি সন্তর্পনে পা ফেলে শুধু
এগিয়ে চলতে হবে।
নইলে বিপদ এসে পিছনে টানে।  
অসুস্থ প্রাণ অপেক্ষায় থাকে
কখন জেগে উঠবে নতুন আলোয়
সেই পুরানো সকাল।
  
______________