চপল হাসিতে
পলাশ রাঙিয়ে
দুগালে টোল ফেলে
মুখটি বাঁকিয়ে
মুচকি হেসে  
চলেছো প্রেমের আবেশে;
নেশা ধরানো  
মন মাতানো  
তোমার গানের সুর  
সবুজের বুক চিরে
হৃদয় কাঁপানো
আলাপ চলিত বেশ!
মাঝে নদীপথ
তুমি আমি বৈঠা বেয়ে
পাড়ি দিতাম
অচীনপুরে।
কাটতো জীবন
রঙিন বসন্তে
সারা বছরই ধরে।
প্রকৃতির অপরুপ
রুপের মাঝে
তুমি ফুটন্ত গোলাপ!
মুগ্ধ নয়নে
বিমোহিত পরাণ
করতে চায়
শুধুই প্রেমালাপ।
⚘⚘⚘⚘⚘⚘