লিখেছিলাম মনের ভাবনাগুলো
রৌদ্রজ্বল বসন্তের পলাশ রঙের কালিতে
সাদা কাগজের বুকে।
স্বপ্নগুলো বাঁকা চোখে কেমন তাকায়!
শৈশবের স্মৃতি উঁকি মারে মনের আকাশে,
জলছবির মতো ভেসে ওঠে  মনের পাতায়।
অশান্ত ঝোড়ো হাওয়ায়
মনের ভাবনাগুলো ছেঁড়া পাতার মতো
ভাসিয়ে নিয়ে যায় বহু দূরে,
অবহেলায় ঐ ময়লা আবর্জনার
স্তূপে মধ্যেও মিশে আছে
পাণ্ডুলিপির পুরানো ছেঁড়া পাতাগুলো।
কালের আবর্তে কত লেখনী
রুপান্তরিত হয়ে আজ তা
ছেঁড়া কাগজে অতি জীর্ণ।
অবুঝ শিশুও কাগজের নৌকা বানায়!
খেলা করে আপন খেয়ালে।
কালো অক্ষরের শব্দের মিছিলে
জোয়ার-ভাঁটার টানে
অজান্তে ভেসে যায়-
গতানুগতিক স্রোতের অনুকূলে।
টুকরো টুকরো ছেঁড়া কাগজের উপর
কালো অক্ষরে লেখা প্রতিটি শব্দ
হৃদয়ের গভীরতায়
অদৃশ্য আঘাত হানে।
ছেঁড়া কাগজের ভাঁজে হারিয়ে যায়
সহস্র শতাব্দীর প্রাচীন ইতিহাসের মানে।
-------------------
31/03/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।