চেতনা তো আজও ফিরলো না
সন্ধ্যার আরতি ঘন্টা বাজছে মন্দিরে আজও একাগ্র চিত্তে শতকোটি অর্ঘ্য নিবেদন হলো মায়ের চরণে!
ঘুম ভাঙবে কবে?
কবির স্বরলিপি-
চাপা পড়ে আছে শক্ত মলাটের নীচে  বিবেক চেতনা এখনও ঘুমিয়ে আছে!
ঐ প্রেমের গীর্জায় ধ্যানে
আজও দেখো সাধক তোমাদের অপরাধের জন্য মার্জনা চাইছে।
তবু কেন সুস্থ বিবেক চেতনা ঢাকা পড়ে আছে সংস্কারের মলিন ধূলায়!
তোমাদের জীবন প্রবিত্র আলোয় কলঙ্ক মুক্ত করার জন্য
মর্জিদে কাদের জন্য দোয়া মাগে
ঐ ধর্মপ্রাণ মানুষটি।
তবু চেতনা আজও ফিরলো না!
অপরাধ ঘটছে কত!
অপরাধী মাথা উঁচু করে চলে অবিরত।


-------------------------