আমরা সবাই বোকা
খাচ্ছি খালি ধোকা,
ওরা মাথার উপর চড়ে
গলা টিপে ধরে।
ওদের লম্বা উঁচু নাক
মাথায় বিশাল টাক।
আওয়াজ তোলে জোরে
অহেতুক তর্ক যুদ্ধ করে।
ওরা দেখায় বুদ্ধিমান
ওদের আছে কি আত্মসন্মান?
ভদ্রবেশের নামাবলী পড়ে
হাতে না মেরে ভাতেও ওরা মারে।
জন্ম মৃত্যুর ইতিহাস লেখে
জঘন্যতার চরম সীমানা থাকে।
মোহের বশে আত্মসুখে চলে,
সমাজকে ছদ্মবেশে পাঠায় রসাতলে।


     ***********‌