চলেছি সময়ের সাথে
গুটি গুটি পায়ে,
আপন মনে উদ্দেশ্যহীন
লক্ষ্য নিয়ে ।
মুগ্ধ চোখে তাকিয়ে শুধু  
থেকেছি কতদিন,
ভালো লাগা থেকে কখন যে
ভালোবেসেছি একদিন।
কী অপূরুপ দৃশ্যে
সাজানো এই প্রকৃতির--!
মায়াবিনী লাগে তোমার
ঐ স্রোতস্বিনী নদীর।
দেখি কল্লোলিনী চিরন্তন বহমান,
শুভ্র সলিল চলে;
সেথা কলকল বেগে
গিরিবক্ষ চিরে ধরনী তলে।
সবুজে সবুজে সাজানো
প্রকৃতির প্রাণবন্ত রুপ
পেল জীবনের ভাষা,
কবিতার ছন্দ ও গানের স্বরুপ।
কত বিচিত্র রঙের
কত কি যে সমাহার সাজানো,
সকল মুগ্ধতায় মাঝে
কত আনন্দ সুধা আছে লুকানো।
তবু কেন এত সুখ
হারিয়ে যায় জীবনের অন্তিমকালে,
জড়িয়ে ধরে শুধু থাকতে চাই
অনন্ত দিকচক্রবালে।
কখন যে চলে যেতে হবে
চোরাবালির স্রোতে!
সব প্রেম, দুঃখ সুখের স্মৃতির
সুক্ষ্ম অনুভূতি হতে।
      
   ----‌‌-------------------------
17/12/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।