ছোট্ট একটি শব্দ "ত্যাগ" অমূল্য হয়
সদা নিঃস্বার্থে অপরের মঙ্গল যদি হয়।
ছোট্ট একটি শব্দ "সুখ" পেতে চাও
তাহলে সর্বদা অপরের কল্যাণ করে যাও।
ছোট্ট একটি শব্দ "দুঃখ"তো জীবনের অঙ্গ
দুঃখের অন্ধকার দূর হবে যদি কর সাধুসঙ্গ।
ছোট্ট একটি শব্দ "প্রেম" কে আপন কর
আপন অকৃত্রিম অন্তরের রুপকে তুলে ধর।
ছোট্ট একটি শব্দ "রাগ"এর বহিঃপ্রকাশ হলে  
শান্ত নিস্তব্ধতায় একান্ত নির্জনে যাও চলে।
ছোট্ট একটি শব্দ "দর্শন"উপলব্ধি যদি আন
নিজের ঞ্জানচক্ষু দ্বারা অন্যের কর দান।
ছোট্ট একটি শব্দ "বিবেক" জাগরণ কর
অসৎ চিন্তা ত্যাগ করে জীবন শুদ্ধতায় ভর।
ছোট্ট একটি শব্দ "পিতা" তুলনা যদি হয়
নিরাপত্তার শ্রেষ্ঠ ছায়াদান বটবৃক্ষসম হয়।
ছোট্ট একটি শব্দ "মা"এর অসীম করুণা
জীবনের সর্ব সংকটমোচনকারীনী অনন্যা।
ছোট্ট একটি শব্দ "সময়" পেরিয়ে যায় নিয়ত
মানুষ কতটুকু মূল্য বোঝে কিম্বা তার গুরুত্ব ।
"সামাজিক পরিবেশ" কেন আজ ছন্নছাড়া
যেমন নদীতট ভাঙে আপন তালে বাঁধনহারা।


------------*****-------------
05/11/2019 (ইং)
বহড়ু,দক্ষিণ 24 পরগনা,জয়নগর
--------------------------------