ছোট্ট সংসার
-----------বিশ্বজিৎ মারিক  ( বিশ্বরুপ)


ছোট্ট একটা সংসারের স্বপ্ন বুনে ছিলাম,
খুব ছোট্ট একটা সংসার;
বাবুই কিংবা টুনটুনি পাখির মত ছোট্ট নিজের হাতে গড়ে তোলা সংসার।


যেথায় দুঃখের পরেও সুখে চোখে জল আসবে,
ছোট্ট বারান্দা জুড়ে বৃষ্টি নামবে,
শুকিয়ে যাওয়া গাছগুলো যত্ন হাতের ছোঁয়ায় ফুল ফুটবে।


টানাটানির সংসারে গোলাপ হাতে প্রিয় মানুষ কাছে ডাকবে,
রঙিন সু্ঁতোর ফোঁড়ে নকশিকাঁথায় গল্প সাজবে,
কাজল দীঘি চোখ নিয়ে,বুকের মাঝে শুধু তুমি থাকবে।


জোছনা রাতে দূর পাহাড়ে,তোমার মাঝে জড়িয়ে রাখবে,
গল্পকথায়,হাজার ব্যথায় তুমিই শুধু সত্য হবে,শক্ত হাতে আগলে ধরবে,
খুব ভোরেতে ঘুম ভাঙলে,তোমার চোখেই চোখ পড়বে।


পাখির মত ছোট্ট সংসার,শুধুই তোমার আমার ছোট্ট ভুবন,
খুব কি চেয়েছি বেশি?  
স্বপ্ন বুনি রোজ প্রভাতে তোমার আমার ছোট্ট সংসারের।
-------------------*******-------------
16/11/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর