চুরি বিদ্যা


কলমে-----বিশ্বজিৎ মারিক


(বাংলা সাহিত্য প্রত্রিকায় প্রকাশিত)


ওরা মানুষ হয়ে মানুষের
সম্পদ চুরি করে
ওরা লোভী কাপুরুষ ভীরু
ইর্ষায় আনলে পোড়ে।
বিবেকের দরজায় তালা দিয়ে
মনুষ্যত্বকে দেয় বিসর্জন
আপন ক্ষুদ্র স্বার্থের জন্য
চোর্য-বৃত্তি সর্বক্ষণ।
এদের নাহি কোনো সন্মান
নাহি নিজস্ব ক্ষমতা
এরা অন্যের দয়ায় বাঁচে
এতো চরম কাপুরুষতা।
এমন চোরও আছে পৃথিবীতে
নিজস্ব কলমে অক্ষম
অন্যের লেখনী চুরি করে
অনুকরণ করতে সক্ষম।
এরা অর্থের লালসা ডুবে
নিষ্ঠুর হত্যালীলা চালায়
অপরাধের লজ্জা ভোলার জন্য
নেশার পারদ চড়ায়।
সমাজে এরা বিষাক্ত জঞ্জাল
ভদ্রলোক সেজে আছে
মাটি থেকে রাজপ্রাসাদের অলিন্দে
সাবলীল বিরাজ করছে।
চাই চেতনার জগতে বিপ্লব
নিজস্ব কিছু মূল্য ;
প্রতিটি মস্তিষ্কই অসামান্য সৃষ্টি
স্বমহিমায় হোক অমূল্য।
---------------------


বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা,
পশ্চিমবঙ্গ ।