মানুষের ভীড়ে ঠাসা-ঠাসী
               আমরা যে ভারতবাসী।
যাত্রী ভরা লোকাল ট্রেন
               যেন একটা ক্রেন ।
দূরে গ্রাম থেকে আসে
                শহর কোলাহলে ভাসে।
লাল ট্রফিক সিগন্যালের আলো
                 শকট জ্যামে বেসামাল।
শ্রম বেচিতে ঘর্মাক্ত কলেবর
            আমরা মালিকের কারিগর।
দায়িত্ব এড়িয়ে নিজেকে ভালবাসি
               আমরা তাই  দাসদাসী।
প্রোমোশনের আশায় দায়িত্বে অবিচল
                    করি সবকিছু নকল।
বিপ্লবী আদর্শে আত্ম বলিদান
               সীমান্তে পাহারায় জোয়ান।
প্রতিনিধিত্বে গরম সিটে বসি
              কূটনৈতিক নীতির ছককষি।
নিত্য নিলামে দর কষাকষি
                 ফসল ফলায় চাষী।
আমরা কত গর্বিত ভারতবাসী
              এই গর্বে কতখুশি।
-------------   -------------
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর।