দাসত্বের মুক্তি চাই


তোমাকে পেতেই হবে সরকারি বা বেসরকারি মস্ত একটা চাকরী,
জন্ম থেকেই তোমার ওপর তেমনই নজরদারি।
বসের কথায় উঠবে বসবে, তুমিওতো হবে বস,
জন্ম থেকেই শুরু করো প্রচেষ্টা নিরলস।
যদিও তোমার কবি হবার ভীষণ রকম সখ,
কবিত্বে কি আছে আবার, হবে কি বেতন লাখ?
কবি নাহয় ছেড়েই দিলে খেলতে তো পারো ভালো?
চাকরী ছাড়া খেলার মাঠে তোমার মুখটা কালো।
কিংবা যদি তোমার মনে নাটক যাত্রা আসে,
কথা শুনেই বাড়ির সবাই মজা করে হাসে।
হয়তো তুমি বাবার ব্যবসা বোঝো এখন ভালো,
পড়াশুনা শিখিয়ে  এসব কিনা তাদের শুনতে হলো?
তুমি যদি চাকরী ছাড়া এসব কিছুনা ভাবো,
কেমন করে আমরা তোমার দাসত্ব ঘোচাব???
          -------------


15/02/2020