জ্ঞান হতে দেখি বহু ধর্ম ও প্রেম
রয়েছে পাশাপাশি,
যুগ যুগান্ত ধরে একে অপরের
পরিপূরক অধিবাসী।
কিন্তু বিষয়টা সেখানেই নয়,
গভীর ভাবে ভাবতে হবে
প্রেম ছাড়া এত ধর্ম
কি করে রক্ষা হয়?
আজও দেখি মানুষ
মাথা নত করে,
মানুষেরই হাতে গড়া
কিছু অন্ধ সংষ্কারে।
প্রকৃতির এই অজস্র জীবকূল
সৃষ্টি কার ইশারাতে?
এটাই বুঝেছি সকল রহস্য
ঐ সুপ্রীম পাওয়ারের  হাতে।
কিন্তু  কেন এত সংষ্কার
এত নিয়ম নীতি?
অত্যন্ত বাধ্যতার সাথে
মানতে হবে নইলে দূর্গতি।
মূক পশুপাখির ধর্ম কি?
ওরা কোন ধমীর্য় অধিবাসী?
গোটা বিশ্ব অবাক দেখি!
বলতো ওদের কোন রাশি?
আমরা সবাই মনুষ্যজাতি,
শক্তিমানের শ্রেষ্ঠ কীর্তি।
তবে কেন মোদের মাঝে
বিভেদ হানাহানি অতি!
জ্ঞানে, বুদ্ধিতে সেরা
তবুও রয়েছে কত ঘাটতি ।
নতুন প্রজন্ম যাকিছু নব সৃষ্টি,
বিপদে জন্মদাত্রীর সজাগ স্মৃগ্ধ দৃষ্টি।
ধর্ম ও প্রেম কাকে প্রাধান্য দেবে?
আমি বুঝি জীবন্ত প্রানে প্রেমের ছোঁয়া,
বুঝি না ধর্ম বুঝি না সংষ্কার
বুঝি শুধু ভালোবাসার ছোঁয়া।


--------------*******-------------