ধন্য বাঙালি
     --------বিশ্বরুপ


চেয়ারে বসে পা নাচিয়ে
         মোবাইল টিপে চলেছো,
ভাবছো বুঝিএই বিশ্বটাকে
       হাতের মুঠোয় এনেছো!


ভীষণ ভুল ভাবছো তুমি
           ভাবছো কত মজা,
অর্থ জোগান যত দেবে
         মোবাইল হাতে রাজা।


দিনে দিনে দেহ ক্ষীণ
        অলস জীবন কর্মহীন,
সময়ের মূল্য সময়ে দিন
        তবেই আসবে সুদিন।


বাঙালির আছে মুদ্রা দোষ
           পরচর্চা করে রোজ
নেতার মত ভাষণ ছাড়ে
      ফ্রীতে করে ভুরিভোজ।


নাম ভাঙিয়ে সম্মান খোঁজে  
          অন্যকে তুলনা করে!
ভাবটা এমন বিশাল বোঝে
           ঈর্ষাতে জ্বলে মরে।


আমরা বাঙালি গর্বিত কত
        আজ মূল্যহীন মনুষ্যত্ব
ইংরেজ তাড়িয়ে আজও  কেন
       করছি গোলামি দাসত্ব!


----------------------------
২২/০৬/২০২০ইং
বহড়ু