অস্পষ্ট ধোঁয়াশার মতো অনেকটা দূরে
সীমান্তরেখার ফাঁকে,
বিদ্যুতের আলোর ঝলকানিতে যতটুকু দেখা যায় সেই তৃপ্তির সান্ত্বনা চোখে মুখে।
গানের সুরটা কেটে যায় কোনো এক সময়
ছন্দ তাল হারিয়ে হঠাৎ ছন্দ পতন।
রাস্তার ল্যাম্প পোস্টের আলোটা আজও জ্বলছে না তাতে কোনো ভ্রুক্ষেপই নেই!
আন্দাজে চেনা পথটা পেরিয়ে যাওয়া যায় আনমনে কিম্বা বাধ্য হয়েই।
সারা দিনের গুমোট গরমের জ্বালা থেকে রেহাই পেয়ে পড়ন্ত বিকেলে রাস্তার ধারে ক্ষুধার্ত কুকুরটা ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে!
ঘুমের মধ্যে থেকে হয়তো আশার ক্ষীণ আলো দেখতে পায়!
ধোঁয়ার মতো জটপাকানো চিন্তাগুলো বার বার
সুস্থ চেতনার আলোয় সুসজ্জিত হতে চায়।
কোলাহল মুখর ব্যস্ত জনপথের আওয়াজও থেমে যায়!
দিনের শেষের অঙ্কটা হিজিবিজি কাটাকুটিতে ভরা- হিসাব মেলাতে ব্যর্থ চেষ্টা।


            --------------------------


11/05/2020
বহড়ু,জয়নগর ।