আজ শিক্ষালয়ে ঝুলছে তালা
ছুটির তালিকা বাড়ছে,
গরীব মানুষেরা ভিক্ষা মাগে
মেরুদন্ড ভাঙছে।
নিত্য পণ্যের দাম বাড়ছে
হরির লুঠ চলছে,
জনতার রায়ে ক্ষমতায় এসে
জনতাকেই পিষে মারছে।
উৎপাদন শিল্প অবক্ষয়ের পথে
কি এসে যায় তাতে!
শ্রমিক মজুর হচ্ছে বেকার
বড়লোক দুধে ভাতে।
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি
নেশার পাত্র হাতে,
খুন-ধর্ষণ মুড়ি মুড়কির মতো
ঘুম নেইকো রাতে।
দেনার দায়ে মরছে মানুষ
জানিনা তার কারণ,
মদের দোকানে লাইন পড়েছে
করছিনা আর বারণ।
আমিতো বেশ ভালোই আছি
দিব্বি চলছি ফিরছি
কার কি হল কি এসে গেল
পিঠ বাঁচিয়ে চলছি।
ভালো মন্দ অনেক কিছুই
হবে নাকি শুনছি,
আশায় আশায় বসে আছি
দিবারাত্র প্রহর গুনছি।


************