ঝলমলে পরিষ্কার আকাশ
কোথাও এক ফোটা কালো মেঘের ছোঁয়া
চোখে পড়ছে না।
তারপর হঠাৎ কেমন ঘনিয়ে এলো,
ঘোর অন্ধকার !
এ যেন বিনা মেঘে বজ্রপাত!
মুষলধারে বৃষ্টি এল;
কাকভেজা হয়ে ফিরছে কত মানুষ!
দুপুর রোদের আলোয় বৃষ্টির ফোঁটা
কেমন চিকচিক করছে
আর মাটির উপরে নূপুরের মতো নৃত্য করছে।
প্রকৃতির এই খামখেয়ালীপনা
মেনে নিয়েছি সব স্বাভাবিক জীবনের সাথে
আবার ক্ষণিক পরে সবকিছু
আগের মতোই স্বাভাবিক
লুকোচুরি খেলার ছলে অঙ্গের পোশাকগুলি
ভিজিয়ে দিয়ে কেমন পালিয়ে যাও!
প্রকৃতির এই দুষ্টুমী মেনে নিয়েছিলাম।
কিন্তু মানতে পারি না জীবন সংশয়,
ভীষণ তাণ্ডব আর প্রলয়।
তুমি দুপুর রোদে পোড়া উঠান ভিজিয়ে দিলে
তবুও আমি কিছুই বলিনি।


ক্রমশ __