চেনা পথে


মানুষ আবার চেনা পথে
ফিরবে নতুন ছন্দে
প্রকৃতির মাঝে খুঁজে পাবে
হাসবে সবাই আনন্দে।
কৃষ্ণচূড়ায় রঙিন বসন্তের সুর
নীল দিগন্ত ছুঁয়েছে
মাধবী লতার ঝুমকো দোলায়
ভ্রমর গুঞ্জন তুলেছে।


ভাত


বাবুগো কতদিন শাস্তি করে
পাইনি খেতে ভাত
শৈত্য প্রবাহে শহরের পথে
ভিজেছি সারা রাত।
দুটি আঁখি শুকিয়ে গেছে
স্বপ্ন দেখিনা আর!
প্রাচূযের চুড়ায়ও আছেন যিনি
ঘুম নেইকো তার!