ওহে বুদ্ধিমান জ্ঞানী তুমি একি করিলে এই ভবে
এ কেমন ধংসলীলায় মাতিলে পৃথিবীতে আজিকে তবে।
বিশ্বভুবণ চুমি বেঁচে আছি মোরা একসাথে চিরকাল,
এই জীবের তরে বিধাতার কৃপা পড়িবে অনন্তঃকাল।
কেনো করিলে অমানবিক স্বহস্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বসুন্ধরায়
সার্বজনীন বিশ্ব মানবতার মুক্তি ভুলে মেতেছো একোন খেলায়।
বিষাইছো সলিল বিষাইছো বায়ু কলুষিত বিশ্ব ভূবণময়,
সকল জীবের জনক তিনিই একথার স্বরূপ বুঝিবে নিঃশ্চয়।
আজি আকাশে বাতাসে অজস্র লাশের গন্ধ ভাসে,
মৃত্যু মিছিলে আমরা সবাই প্রতীক্ষায় অবশেষে।
দিক দিগন্তে বাজিবে না কি আর কোনো প্রেমের ধ্বনি
বহুদূর হতে সেই আগমনী গান আমিযে কান পেতে শুনি।
দিনে দিনে অস্ত্র সম্ভারে ভরিলে যতো সাঁজোয়া গাড়ী
ক্ষমতার লোভে মসনদে উঠিল শ্রেষ্ঠত্বের অহমিকা ছাড়ি।
যুদ্ধবাজের রণ হুংকারে মাটিতে ঝরিলো শ্রণিতধারা
ওরা ক্ষমতার জোরে ধ্বংস করিল জীবনের আনন্দধারা।
ওরা ধর্মের ধ্বজা শিখণ্ডী করিয়া মারিলো প্রতিবেশী কতশত।
হিংসার আগুনে ঝলসিয়ে খেলো শিশু নারী পুরুষ যত।
সর্ব ধর্ম মিলেমিশে হোক একইসুতোয় প্রবিত্র মালা গাঁথা,
মানবের তরে সর্বধর্মের মূলমন্ত্র যদি হত এক মানবিকতা।
______________________________