একটি বছর তোমার লগে
অপেক্ষায় থাকি বটে!
আজ খুশির ঈদ এর দিনে
ঘরেতে খাদ্য লাই মোটে!
কেমনে পোলার লগে
নতুন পোশাক কিনবে;
কাজকাম সব বন্ধ আছে
রুপিয়া কেমনে মিলবে?
নতুন পোশাকের লগে,
মোর কাছে আবদার করলে।
কিনে দিতে পারবেক নাই,
মোর কলিজা ফাটলো।
এমন কইরা মানুষের জীবনে
আর কত কষ্ট দিবে!
মানুষের দেহে বেমার লাগছে,
দুশ্চিন্তায় ঘুম নাই
কারো  চোখে!
খিদের জ্বালায় ছেলেটা
কান্দে কান্দে ঘুমিয়ে পইড়াছে।
আসমানে মাথার উপর
সূর্যের তেজ পড়েছে বটে
প্রকৃতি বড়ই শান্ত আছে।
মোদের শরম লাগে!
মোরা এতো বুদ্ধিমান হয়ে
নিজের কবর নিজেরাই খুঁড়ছি বটে।
   ----------------
০২/০৮/২০২০ইং
বহরু, জয়নগর ,পশ্চিমবঙ্গ