ফুলের সৌরভ


সুগন্ধি ফুলের গাছ পুঁতেছিলাম
পাঁচিলের ধার ঘেঁষে
কখন এসে কালো ছাগলটা
মুড়িয়ে দিয়েছে এসে।


পাড়ার ছোট্ট মেয়েটি রোজ
প্রতিদিন ফুল চাইতো
আজ ভোরেও হয়তো চাইবে
উত্তর কিছু নাইতো!


মনটা আমার ভীষণ খারাপ
কিছুই ভালো লাগেনা
ঈশ্বরের চরণে অঞ্জলি দেবে
কিভাবে দেব সান্ত্বনা।


সকালটা বেশ ভালোই কাটে
মিষ্টি রোদের হাসিতে
ফুলের বাগে শিশুর হাসি
ফুলে ভর্তি সাজিতে।


নিষ্ঠুর কেন এমন নিয়ম
ছাগলে খেলে হয়না
সমাজের চোখ পট্টি বাঁধা
সব বুঝেও বোঝেনা।


সুন্দর যাকিছু সুন্দর রবে
যতোই ফন্দি করোনা
নিজের ভালো পাগলেও বোঝে
তোমরা কেন বোঝোনা?
-------------‌-------
13/03/2020
বহড়ু,জয়নগর।