ছোটো খাটো পেট মোটা
যা কিছু খায় সে সবই গোটা গোটা।
নাম তার গদাই
গুলু গুলু চোখ দুটো মিঠাই খোঁজে সদাই।
চেনা জানা সব্বাই
ঐ নামে ডাকে তাই।
যদি পায় কোথায়ও খাবারের গন্ধ
ঘুর ঘুর করে সেথা সব কাজ বন্ধ।
যে যখন ডাক দেয়
এক ডাকে সাড়া দেয়।
সব কিছু ফেলে রেখে
ভাবে এই বুঝি খেতে ডাকে।
খাওয়ার খবর হলে
তালজ্ঞান যায় ভুলে।
কোথায়ও পূজা কিম্বা কোনো অনুষ্ঠান হলে  
সেজেগুজে গদোগদো খুশিমনেতে চলে।
সুযোগ সন্ধানী চোখ জ্বল জ্বল করে
খেতে খেতে শেষ না হলে টিনের কৌটো ভরে।
চুপিচুপি প্যাকেটে ভরে
দৌড়ে এক ছুটে হাঁফাতে হাঁফাতে বাড়ি ফেরে।
হঠাৎ একদিন ভোরে পেটটা দিল যে ছেড়ে
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ঘুমের ঘোরে,
বিড় বিড় করে,ছানা-সন্দেশ গোটাদশেক পেলে
তেতো ঔষধের বড়ি সহজেই হড়কে চলে।
ডায়রিয়া রোগীর যদি এমনই হয় স্বভাব
লোভের সীমা যদি না থামে মেটেনা অভাব।


-----------************----------
06/11/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা জয়নগর