কবিতা কবেই হারিয়ে যেতো
গল্প যদি কবিতা হতো
বাঘে হরিণে জল খেত
বোকা মানুষও আনন্দ পেতো।


মূর্খ যদি নেতা হতো!
দেশের ভালো কতো বুঝতো
গদ্য পদ্যে মিলিয়ে বলতো।
মিথ্যে কথার ফুলঝুরি ছোটাতো।


জ্ঞানী মানুষের ফাটা কপাল
কষ্টে শিষ্টে কাটায় দিনকাল
বিবেকের তাড়নায় ধরতে হাল
খাচ্ছে সবার যত গালাগাল।


বুদ্ধি করে ভদ্র সেজে
কথার ছলে বলার ভাঁজে,
মাছের তেলে মাছ ভাজে
এরাই নাকি সবার কাজে!


দিনে দিনে বাড়ছে দেনা
আসল নকল যায়না চেনা,
টাকায় কিনা হয় বলোনা?
থুতু দিয়ে চিড়েতো ভিজেনা!


স্পষ্ট কথায় ছাড় পাবেনা
বেঁচে আছো এটাই সান্তনা!
অপ্রিয় সত্য আর বোলোনা
চামড়া ছাড়াতে বাকি রাখবেনা।


_______________
রচনাকাল - 08/112021
জয়নগর