প্রতি মুহূর্তে কঠিন বাস্তব
আমাকে শিক্ষা দেয়
ঐ মায়া পৃথিবীর
মায়া সম্পর্কগুলো
ক্ষণিকের জন্য অতিথি।
সময় পরিস্থিতি
সকল স্মৃতিকে ঝাপসা করে দেয়,
এটাই ভীষণ কঠিন সত্য ।
শুধু অভিনয়কে সঙ্গী করেই
জীবন যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হওয়া।
সুখের সন্ধান মিলবে শুধুই  
আপন অন্তরে
যদি ছিড়ে ফেলতে পারো
ফেলে আসা অতীত-
মধুর সুখ দুঃখের মুহূর্তগুলোকে।
পরম করুণাময়ের দয়ায়
আমি অতি হতভাগ্য কবি।
ভাবনার গভীরে শুধুই  
হতাশা আর দুঃখের ছবি।
আনন্দময় সুধার এতটুকু
স্বাদ নিতে ছুঁতে চায় আপন
অস্তিত্বের পরশপাথরে।
জীবনের সকল গ্লানি মুছে যাক
আকণ্ঠ নিমজ্জিত জনসমুদ্রের মাঝে।
একাকী মনের নির্জন অন্তরে....।


--------------------------