এবার খেলায় জিতবে কারা
       কার দখলে রাজ্যপাঠ;
রঙ্গমঞ্চে হচ্ছে নাটকের অভিনয়
        জনসমুদ্রে ভরাতে মাঠ।


মানুষের দরবারে হাজার প্রতিশ্রুতি!
       কর্মহীন মানুষ অসহায়!
গভীর অন্ধকারে শূণ্য হাতে  
          আতঙ্কতে রাত কাটায়।


ভাত ছড়িয়ে দিয়েও কিন্তু
        জমায়েত নেই কাকেদের
ভুলের মাশুল গুনতে হচ্ছে
     খালকেটে এনে কুমীরদের।


টাকার পাহাড়ে শুয়ে থেকেও
             মনে কেন অশান্তি?
,ক্ষমতার চেয়ারটা পাবার লোভে
        ঝেড়ে ফেলেছে ক্লান্তি।


তোমার আমার রক্ত চুষে
      হচ্ছে ওরা কোলাব্যাঙ!
ঝড়ের সময় আম কুড়িয়ে
     বোকারাইতো ভাঙছে ঠ্যাঙ।
   ------------------------------
রচনা কাল : 07/04/2021
বহড়ু,