শিল্পী তুমি এসেছিলে
মানব মূর্তি ধরে
মোদের সবুজ ঘেরা গ্রামের মাটির কুটিরে।
এই বাংলার মাটিতে
বাংলা ভাষার মিষ্টি মধুর গানে
কত অনবদ্য সৃষ্টি সঙ্গীত
আজও মানুষের  হৃদয়  টানে।
তুমি তো শুধু একটি যুগের নয়!
যুগ যুগান্ত ধরে পৃথিবীর মানুষের করেছ মন জয়।
আজ একশত বছর তব জন্ম দিন,
বাঙালির হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের মত অমলিন।
সঙ্গীত জগতে তোমার বিচরণে ছিল সাবলীলতা,
বিশ্ব মাঝে ও যে স্মৃতির পাতায় আছে গাঁথা।
তোমার বাল্য জীবন কেটেছে বহড়ু দক্ষিণ পাড়ায়,
জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ 24 পরগনায়।
এখানে মাঠে বাতাসের ধূলিকণার সাথে-
তোমাকে খুঁজে পাই প্রতি বসন্ত উৎসবের রাতে।
তব জন্ম শত বৎসর অন্তীমে
নব রুপে নব ছন্দে,
আবালবৃদ্ধবনিতা তব গানে
মাতে নব আনন্দে।
তোমার গানে ছিল মধুর প্রেমের কথাকলি,
অনুরাগের সুরে গানের ভেলায় তাই ভেসে চলি।
অশান্ত মনে তুমি তো শান্তির বাতাস,মুক্ত হাওয়া
সকল দুঃখ গ্লানি মুছে ঐ গানের মধ্যে পাই  
প্রাণখোলা ভালোবাসার ছোঁয়া।
-----------------------------
বহড়ু,দক্ষিণ 24 পরগনা, জয়নগর।


***********************
স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়
[ জন্ম: 16 জুন 1920 সাল ( ইং)
মৃত্যু: 28 সেপ্টেম্বর 1989 সাল
69 বছর বয়সে দেহত্যাগ করেন । ]
***********************