কতদিন আগের মতো হাঁটিনি খোলা মনে,
মনে যতটুকু ভরসা ছিল তা আজ অদৃশ্য হল সমনে।
সমনের সংবাদে ভয় নয় সতর্ক থাকতে হয়,
হয়তো আগত সংকট জীবনকে করে না গতিময়।


গতিময় জগত এক মুহুর্তে লগডাউনে দাঁড়ায় থমকে,
থমকে দাঁড়িয়ে চার দেওয়ালের মধ্যে রাখ জীবনকে।


জীবনের তরে শহর গ্রাম অদৃশ্য আতঙ্ক ও জ্বরে কম্পমান,
কম্পমান সারা পৃথিবীও আজকে বড়ই নিঃস্প্রাণ।


নিঃস্প্রাণ পৃথিবীতে লঙ্কা কাণ্ড ঘটে ভয়ঙ্কর আগুনে  
আগুনের লেলিহান শিখায় পোড়ায় লাশটা গোপনে।
গোপনে আর নয়,শিক্ষার নেওয়ার এখনই যথার্থ সময়  
সময় খারাপ জেনেও  মানুষ কেন গৃহবন্দি নয়!!


          ***********
29/04/2020
বহড়ু, জয়নগর।