ছোট্ট পাখিটাও সুন্দর ঘর বাঁধে তুচ্ছ ঐ ডালে,
ক্ষণিকের মাতলা হাওয়া হয়তো যাবে চলে।
শূন্যতার মাঝে ব্যাকুল আর্তনাদে,
অলিক স্বপ্ন জাগায় প্রকৃতির সংঘাতে।
জীবন মৃত্যু প্রকৃতির অমোঘ নিয়ম চলে,
কখন যে ছোঁ মেরে তুলে নেয় আপন খেয়ালে।
তবুও মনে স্বপ্ন বৃষ্টি ভেজা শীতের সকাল;
নতুনত্ব সংলাপে চলুক না হাসি মুখে দিনকাল।
            -------------
06/01/2020  
বহড়ু,জয়নগর।