জীবনের ট্রেনটা চলে গেল-
আমার সামনে থেকে
প্রচণ্ড জোরে হুইশীল বাজিয়ে
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
ও চলে গেল-
দূর থেকে শুধু ওর হাত নাড়াটা দেখতে পেলাম।
অবাক বিস্ময়ে
নিঃসঙ্গ প্লাটফর্মে একাকী।
নিকটে আম গাছটার ডালে
চুপটি করে বসে আছে,
ঐ কোকিল পাখিটাও,
বসন্ত সমাগমে মধুর সুরের কলতানে
ওকি খুঁজে পাবে প্রিয় সঙ্গীটাকে!
ওর দিকে তাকিয়ে থাকি নির্লিপ্ত ভঙ্গিমায় -
অবাক বিস্ময়ে!
ওর কি আমার মতো
প্রিয় জনের চলে যাওয়া-
মূহুর্তের স্মৃতি ভুলতে পারে নি আজও!
একে একে লোক সমাগম
ধীরে ধীরে বাড়ছে,
নানা মানুষের নানা ধরনের আলোচনা,
আমার কিছু বলার  নেই
কারণ এটা স্বাভাবিক ।
শত শত মানুষের ভীড়ের মাঝে
আমার ভাবনাগুলো -
তপ্ত বালির স্রোতের মতো
সাময়িক মনের যন্ত্রণা বাড়িয়ে দিয়ে
কর্পূরের মতো বাতাসে মিশে গেল।
ক্লান্ত মনে ফিরে আসি আমি
সেই একই পুরাতন চেনা পথে,
আমার নিশ্চিন্ত সান্ত্বনা
আমার গৃহের নরম বিছানায়!
স্বপ্নগুলো ঘেঁটে যায়,
কখন অজান্তে ঝরে পড়ে
দুফোঁটা অশ্রু বিন্দু।
চমকে উঠি হটাৎ
একি অন্তর বেদনার বহিঃপ্রকাশ।
রৌদ্রের পখর তেজের মধ্যে
দুটি আঁখি শুকিয়ে নেওয়ার চেষ্টা করি।
জ্বালা করে বাহিরের আভরণ
ভিতরটা এখনও নরম শীতল।
-------------------------