হে মানব! তোমার আগমন বড়ই প্রত্যাশার
আবেগময় স্মৃতি বড় মায়ায় মধুর ।
কুসুমাকীর্ণ প্রানের স্তরে জাগায় বুঝি শিহরণ
মহিমা সিঞ্চিত স্নেহস্পর্শ তোমার শরীরে
সংক্ষিপ্ত প্রানশক্তিতে সুপ্ত থাকে নিথর পাথারে।
অথচ কতটুকু স্মৃতিসুধা প্রান করিয়েছ বহুরে,
যুগে যুগে অমরত্বের ক্ষতচিহ্ন এঁকেছ বংশধারায়।
কখনও কতটুকু ভালোবেসেছ শুধু মানুষের?
অনাত্মীয়ের বন্ধন অবিচ্ছিন্ন রাখতে করেছ কি ত্যাগ?
ভালোবাসা শব্দটি তোমার কাছে কতটুকু নিষ্কলঙ্ক!
আমি বাস্তববাদী,পাথরের বুকে কোমলতার স্বাদ বুঝি না।
আমি বুঝি জীবন্ত প্রানে প্রেমভক্তি।
হে মানব তুমি জাগো, মানুষের মতো জাগো।
তোমার জাগরণে হয়ে উঠুক নবাঙ্কুরের স্বর্গসুখ।