কোনো একদিন ঝড় উঠিবে
        আকাশ কালোয় ডুবিবে,
ভয়ার্ত কালো বর্ষণ মেঘে
              ভূধর প্লাবিত হবে।
সহজ সরল চেনা পথটাও
          ডুবিবে ঘন অন্ধকারে!
সুখের অলিন্দে ঝুলিবে তালা
               সন্ধ্যা নামিবে ধীরে।
বনের পাখির ভয়ার্ত কুজন
              পশিবে কর্ণ কুহরে,
অজানা আতঙ্কে বুক কাঁপিবে
             শমণ আসিবে ঘরে।
দুকুল ছাপিয়ে বন্যা আসিবে
                প্রান্তর জুড়ে বারি
যমদুত আসিয়া শিয়রে বসিবে
              জীবন লইবে কাড়ি।
বেপরোয়া যত দামাল ছেলে
      জ্বালাবে বিদ্রোহের আগুন!
তবুওকি ওদের ভাঙবে ঘুম?
         জ্বলিবে হৃদয়ে আগুন?
________________
    ___________
        ,______