যান্ত্রিক জীবন
***********
আঁখি খুলে দেখ
সারারাত বৃষ্টি!
ঝরছে অঝোর ধারায়
নিদ্রাহীন চোখে!
দুয়ার খুলে দেখেছ কি?
বাহিরে যারা সারারাত-
ভিজিছে অবিরত
ওরা কি বেঁচে নেই!
ওদেরই আনন্দের সাথে
এসো না মিশে যাই;
ওদের অনেকটা কাছাকাছি।
কি লাভ যন্ত্রের মতো বেঁচে!
ক্ষণিক পরে পূর্ব  দিগন্ত
আধো লাল হলে!
আঁখি খুলে দেখেছ কি?
কত শত পাখি আলোর আনন্দে মুখরিত!
কখনো কি ওদের গানের সুর
ওদের প্রাণের স্পন্দন
বুঝেছ কি হৃদয়ভরে।
কি লাভ এই যান্ত্রিকতায় নিজেকে হারিয়ে ফেলে!
বাতাসের ফিসফিস শব্দ,
নদীর কলকল স্রোতের ধ্বনি-
কখনো কান পেতে শুনেছ কি?
প্রকৃতির সাথে সবাই আমরা কেমন অদৃশ্য ছন্দে মিশে আছি!
কত কাছাকাছি!
তবু কেন সব কিছু ভুলে
কেমন যন্ত্রের মতো বেঁচে আছি!


    -------------------


২৩শে আশ্বিন ১৪২৭
বহড়ু, জয়নগর