সর্ব ঘটের কাঁঠালী কলা
    নয়তো কারোর অজানা
এই কথাটার মিল পাবে
      মনে করো জেলখানা!


সৎ অসৎ ভালো মন্দের
      কখনও এই ঠিকানা
চুরি করে ধরা পড়লে
      তার ঠিকানা জেলখানা।


আজকে যাকে ভাবছো ভালো
       কালকে হয়তো কালো,
এই জগতের গোলক ধাঁধায়
      টাকায় জগৎ আলো।


টাকার জন্য মানুষে মানুষে
            সম্পর্ক কত ভালো,
টাকার জন্য মানুষে মানুষে
           সম্পর্ক যত কালো।


একদিন কত মহান পুরুষ
          গিয়েছিলেন জেলে
তাদের কথা মনে পড়লে
          নয়ন অশ্রু জলে।


দেশের অনেক মহান পুরুষ
     অধিকাংশই বিলেত ফেরত,
আজকে অনেক মহান নেতাই
     তাঁরাও নাকি জেলফেরত!


চুনোপুঁটি থেকে টাকার কুমীর
    সবারই হচ্ছে মোলাকাত
হুকুম চালিয়ে ভীড় জমিয়েছে
           খাচ্ছে আজ জেলের ভাত।


হায় দেখতে পাচ্ছি এই জীবনে
       আজব দুনিয়ার কতকিছু,
মরলেও নাকি ট্যাক্স নেবে
       ধনী গরীব মাথাপিছু।


*************
রচনাকাল: 12.08.2022