ভীষণ এক জীবন্ত চিত্র
মনের মধ্যে যখন তোলপাড় করে!
চোখের সামনে কত মানুষ
কেউ হাসছে, কেউ কাঁদছে,
কেউবা সব কিছু ভুলে
মরীচিকার পেছনে ছুটছে।
তাদের নেই কোনো ভয়
নেই কোনো দুশ্চিন্তা।
ধীরে ধীরে জীবন থেকে
হারিয়ে যাচ্ছে কত ঘটনাবহুল অধ্যায়,
নিষ্ঠুর সময়ের হাত ধরে।
সবাই কত রকম কাজ করে
ভালো-মন্দ, শুধু নিজে ভালো থাকবে বলে!
রাত্রি পেরোলেই সবকিছু পুরনো, অতীত,
আগামী অজানা দিনগুলো
না জানি কি ঘটনা প্রতীক্ষায় প্রহর গোনে।
আকাশ মাটি জল এই সমস্ত প্রকৃতি
সবই একই রকম থাকবে
শুধু থাকবো না আমি থাকবে না তুমি
আমরা সবাই।
কি ভয়ঙ্কর পরিণতি!
কখনো ভেবেছো তুমি?
কত অঘটন হঠাৎই ঘটে
আগে থেকে তার কোন লক্ষণ বোঝা যায় না,
তবুও সবাই আমরা কেমন
এই বিশ্ব প্রকৃতির ইশারায় নিয়ন্ত্রিত,
এটা বুঝেও বুঝিনা।
কত লোভ লালসা স্বার্থপরতার নাটক
চলছে প্রতিদিন,
কত তুচ্ছ বিষয় কেন্দ্র করে।
সবাই আমরা নাট্যমঞ্চের পুতুল,
কত চরিত্র আমাদের মধ্যে -
বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব,
স্বামী স্ত্রী ও পাড়া-প্রতিবেশী,
আরো কত সম্পর্ক!
গ্রাম থেকে শহর জনপদ
দেশ থেকে মহাবিশ্ব।
কত বিষ্ময়,কত বৈচিত্র্যে ভরা ।
মাঝে মাঝে মনে হয়-
কি আশ্চর্য গঠনশৈলী
মানুষের মস্তিষ্ক যন্ত্রটি।
কখনো কি তোমারও মনে হয়?
এই ছোট্ট মস্তিস্ক কুঠুরির মধ্যে  
কত শত চিন্তা চেতনা জট পাকিয়ে আছে,
শিরা উপশিরা হয়ে যা রক্তে বহমান ।
কত বিস্ময়, কত বৈচিত্রের সমাহার
প্রতিটি প্রাণীর মধ্যে,
যার কোন হিসাব নেই,
সীমানা নেই, অন্ত নেই।
বিনাশ অবশ্যম্ভাবী।


_________