জলছবি
    -------কলমে
                  --------বিশ্বজিৎ


তুমি বেপরোয়া হতে পারোনি  
অসংখ্য জীবনের জন্যে
তুমি  ভালো থাকতে পারোনি
ব্যস্ত জন অরণ্যে।
প্রকৃতির রঙিন বৈচিত্র্যর মাঝে  
হারায় সবুজ সমারোহে
নীল দিগন্ত ছুঁতে চেয়েছিল
অলিক স্বপ্নের মোহে।
অশান্ত কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়
পুরাতনী জীর্ণতা হারায়।
যুগ যুগান্ত প্রকৃতির রুপ
মানবতার মাত্রা ছাড়ায়।
তুমি পাথরের মতো কালো
অক্ষরে অস্পষ্ট হয়েছিলে
সমস্ত নথিপত্র লাশ হয়ে
চির নিদ্রায় অস্তাচলে।
গরম বাতাসে চেতনার অবলুপ্তিতে  
জেগে ওঠে পৈশাচিকতা।
যন্ত্রচালিত মন উদাসী হও
ভালো নেই মানবিকতা।


     ------------------------