পরম শ্রদ্ধেয় মহান যুগাবতার
শ্রেষ্ঠ মহাপুরুষ স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য ও প্রার্থনা।


জ্বলন
কলমে---
বিশ্বজিৎ মারিক


কত দিব্যকান্তি নধর দেহের সুপ্ত কেন অগ্নিতেজ?
জামার ওপর পশম জড়িয়ে নিচ্ছ শুধু শীতের আমেজ!
লোক দেখানো নাটক গল্প করছো ভালোই ময়দানে
ঝোলার মধ্যে লুকিয়ে থাকা বেড়ালমশাই সব জানে।
জ্বলন দিচ্ছ সুযোগ পেলেই লজ্জাটুকু তোমার নেই,
ক্ষমতার আগুনে ঝলসে খেলে স্বার্থরুপী গন্ধ পেলেই।
একদিন ওরা গান শোনাবেই সঙ্গী সাথী পাঁচজনেই,
মিথ্যা নাটক বন্ধ হবেই আমজনতা রুখে দাঁড়ালেই।
সেন্টিমেন্টে ঘা মেরে আর জ্বলবেনাতো ক্রোধের আগুন,
মেরুদন্ড ভাঙতে আজ শিক্ষাঙ্গনে কেন লগ ডাউন?
ওই যুগাবতার নির্ভীক পুরুষের মানব প্রেমের বাণীতে!
অসুস্থ শীতের চাদর ফুঁড়ে, ভাঙবেকি ঘুম নব প্রভাতে?


               * * * * * * * * * *