কখনও মেঘ কখনও বৃষ্টি
অশান্ত অদ্ভুত প্রকৃতি
সাধারণ মানুষ দুশ্চিন্তায় মরে
খবরের পাতায় দুর্নীতি।


মাথার ঘাম পায়ে ফেলেও
গরীবের হাত শূন্য,
নিত্য পণ্যের অগ্নিমূল্য
কত মানুষ নিরন্ন।


কর্ম সংস্থান সবই শূন্যস্থান
শিক্ষিত যুবক ধর্নায়
অযোগ্য ব্যক্তিও কাজ পাচ্ছে
ঘুষখোর ফুলছে টাকায়।


লুণ্ঠিত হয় জনগণের সম্পদ
পরিস্থিতি বে-সামাল,
বিক্রি হচ্ছে দেশের মাটি
নালা হতে সুয়েজখাল।


রোগে শোকে চিন্তায় ভুগে
খাচ্ছিও ঔষধ ভেজাল,
নিত্যযাত্রীরা তর্ক যুদ্ধে
দিচ্ছে যত গালাগাল।


   =======