কোন আদি কাল থেকে আমাকে তোমরা পেয়েছো,
তোমাদের প্রয়োজনে নানা ভাবে আমাকে ভোগ করছো।
এই পৃথিবীর মনুষ্য সভ্যতার ইতিহাসে
কালের নিয়মে সবাই আসে আর অজান্তেই বিলীন হয় সুক্ষ্ম বাতাসে।
আমি যুগের জীর্ণতায়ও টিকে থাকি তোমাদের প্রজন্মের তরে,
ওরা আমার বুকে উচ্চারিত  ধ্বনির শব্দ চয়ন করে।
আমার বুকে লেখা  সজ্জিত ভাষা হতে
যুগে যুগে সভ্যতার পথ পেরিয়ে চলে বিজয় রথে।
জ্ঞানের সমুদ্র জমা আছে আমার দেহের ভাঁজে
জীবনের যথার্থ মূল্য সেই বোঝে যে আমায় খোঁজে।
সৃষ্টিতেও আমি ধ্বংসেও আমি, আমার অস্তিত্ব বিবিধ কর্মক্ষেত্রে
মহান মানুষের জীবন যাপন লেখনীতে, আমি তো মানসিক গঠন চরিত্রে।
কখনও তোমাদের খাদ্যের মোড়োকে আমাকে জড়িয়ে
আভিজাত্যের সুদৃশ্য ভেলভেটের রঙে রাঙিয়ে,
খ্যাতিমান সেলিব্রিটির হাতের সম্মান বাড়িয়েছি
অজান্তে,
কিন্তু কতবার অবহেলা  বর্জন করেছো ঐ ডাস্টবিনে নিশ্চিন্তে।
নতুন চাকুরি নিয়োগের গুরুত্বপূর্ণ অভিষেক পত্রটি
যা তোমার জীবন পরিবর্তনে স্বপ্নের পাথরবাটি।
এখানে আমি যে শুধুই আশীর্বাদের মানপত্র ,
যোগ্যতার মাপকাঠিতে গোলামি কিম্বা দাসত্ব।
আমি যে তোমাকে দেখেছি জীব শ্রেষ্ঠ প্রখর বুদ্ধিদীপ্ত,
একই প্রজাতির সৃষ্টি উন্নত মস্তিষ্ক অধিকারী হয়েও আজ পরস্পর দ্বন্দ্বে লিপ্ত।
হাজারো সু কিম্বা কু কর্মের সাক্ষী আমি
কর্মের ফলপ্রকাশের অন্তীমেও আমি।


===================
04/02/2020
বহড়ু