উচ্চ তেতলার ঐ বারান্দা থেকে
অপরুপ সজ্জিত কাগজের ফুল।
নেমে এসেছে মাটির কাছাকাছি।
মেকি অহংকারে
অবজ্ঞার চোখে তাকায়
ক্ষুদ্র তৃণদলে  
ঘৃণাভরে কহে তারে -
আমার স্থান রাজপ্রাসাদে উপরে
সুদৃশ্য চকমকি আলোয়।
তব স্থান মলিন ধূলায়
অবহেলায় অনাদরে!
বিধাতা কৃপা দৃষ্টি সর্বদা আমার শিরে।
একথা শুনে মৃদু হেসে তৃণদল শুধায় তারে -
যদিও থাক তুমি প্রাসাদ শীর্ষে
দেবতার পায়ে নাহি কোনো স্থান,
অতএব তোমার কি আছে কোনো দাম!
যে জন পূজ্য দেবতার পদে
সেই ধন্য কর্মগুনে।
এ জগতে মানুষের মাঝে কত বৈষম্য
কত উচ্চ নীচ ভেদাভেদ !
সম্পদ স্প্রীহার দম্ভে সম্পর্কের বন্ধন
কত সূক্ষ্ম তাসের ঘরের মতন!
----------------------------------
03/04/2021
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।