কাকটা বসেছে উঁচু কার্নিসে
ওটা নাকি ঝাড়ুদার ?                                   চাইলেও পোষ মানে না  
শিশুমন করে আব্দার।


দেখতে অতি কদাকার বলে!
ওতো সর্বভুক পাখি--
অবহেলায় থাকে পড়ে
শহরে পথে দেখি?


শহরে ময়লা যত জমে
সেখানে ওরা খোঁজে
মানুষের উচ্ছিষ্ট ওরা খায়
এভাবেই জীবন বাঁচে।


ওদের কিসের আবার লজ্জা
অবহেলা কালো বলে!
ওরাও তো বাসা বাঁধে
এই প্রকৃতির কোলে।


কোকিল এসে চুপিচুপি
অজান্তেই ডিম পাড়ে
কালো বলেই ভুল করে,
মাতৃস্নেহ একই নীড়ে।


বড় হলেই যায় চলে
সম্পর্কের বন্ধন ভুলে
যেতে হয় সঙ্গ ছেড়ে
কণ্ঠে সুর তুলে।


পৃথিবীর অজস্র কত প্রাণে
বিধাতার এমনই কীর্তি
ক্ষুদ্র হতে বৃহৎ সৃষ্টিতে
বিস্ময়কর কতই রীতি!


==============
05/02/2020
বহড়ু