নতুন করে আবার একটা পরিবর্তন।
চারিদিক সুনসান।
কেমন একটা নিস্তব্ধতার ছোঁয়া।
বাতাসে লেগেছে মরণব্যাধি।
গতানুগতিক সমাজ ব্যবস্থায় এসেছে বিরাট পরিবর্তন।
শান্তি নেইকো কারো মনে।
অজানা আতঙ্কে মনকে গ্রাস করে।
পৃথিবীর এই রঙ্গমঞ্চে মানুষের তৈরি এই সমাজ - চরম উত্তেজনায়  আজ কেনো প্রহর গোনে!
মাঝে মাঝে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে।
আর কত সর্তকতায় জীবন কাটাবে মানুষ!
অশুভ চেতনার সাথে শুভ চেতনার  দ্বন্দ্ব চলছে প্রতিনিয়ত।
জানি একদিন এই  বৈষম্যের সমাপ্তি ঘটবেই।
বড় নিষ্ঠুর!
নিষ্ঠুর মানুষের জীবন, নিষ্ঠুর মানুষের চরিত্র।
অর্থ লোলুপতার রক্তচক্ষু ধ্বংস হবে না কোনো দিন!
কিন্তু কবে আসবে সেই দিন?
মাগো বসুন্ধরা শান্ত হও,
ধৌত করো সকল কালিমা।
জীবনের রুটি রুজির সন্ধানে
যে মানুষটা পসরা সাজিয়ে বসে ছিল ওই ফুটপাতে। তার বাড়িতে আজ  ঠিক মতন উনান জ্বলে  না
কেন বলতে পারো !
যে শিশুর জ্ঞান অর্জনই পৃথিবীর ভবিষ্যৎ ।
সমাজের আলোর পথ দেখাবে,
অগ্রগতির পথকে ত্বরান্বিত করবে,
তাদের মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধেছে
চার দেওয়ালের সংকীর্ণতা।
খোলা প্রান্তরের সবুজ পৃথিবী
তাকে হাতছানি দিয়ে ডাকছে।
নব কিশলয় তার সৃষ্টির আনন্দ চাপা পড়ে আছে বিষাক্ত ধুলো বালির নিচে।
ভীষণ অবক্ষয়ে মুখ থুবড়ে পড়েছে
সম্পদের ভাণ্ডার!
পবিত্র ভালোবাসার পরশ
আজ একান্তই দরকার।
এসো না আজ সবাই সবকিছু ভুলে গিয়ে
এই বিশ্ব সংসারকে একটি প্রেমের বন্ধনে বেঁধে
এক সাথে একই আদর্শে- দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয়,
প্রবিত্র ভালবাসার রং গায়ে মাখি।
_________________


10/07/2020
Baharu Joynagar