পরিচিত মানুষগুলো কেমন অবেলায়
হারায় জীবন থেকে,
তাদের জীবন্ত স্মৃতিগুলো মননে
সুস্পষ্ট গেঁথে থাকে।
কেন এমন মায়াবী পৃথিবীতে
হাসি কান্নার ইতিকথা
ওদের সাথে চেনা পথে
ভুলতে পারিনা সেকথা।
ওরা যায় অচিন দেশে
সুদূর শূন্যতায় নক্ষত্রদলে,
কত অসমাপ্ত কাজ রেখেই
বল কেন অস্তাচলে?
বিধাতা কেন এতো অনিয়ম
কেন দেখি চারিদিকে!
মানবিক মনের এই দূষণ
হবেকি এতটুকু ফিঁকে?
ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার মতো
প্রতিনিয়ত হারিয়ে যায়
প্রাণের যত চাওয়া পাওয়া
প্রাণবন্ত সেই হাসি কোথায়
মিলিয়ে যায় শূন্যতায়।
পৃথিবীতে নতুন প্রাণের স্পন্দনে
প্রবিত্র সকাল দেখবে
কত শত স্বপ্ন আশা
ধরাতলে ফুটবে কবে?
------------------------
রচনাকাল-: 04/05/2021
বহড়ু, দক্ষিণ ২৪পরগনা।