ফিরবেকি আর তেমন দিন
           আগে যেমন চলতো!
ভালো আছি এই কথাটা
          মনের জোরে বলতো।


সময়ের সাথে পাল্টে গেছে
             আজ সবই স্মৃতি
হঠাৎ কেমন পাল্টে গেল
          নিত্য দিনের রীতি।


কাছে বসিয়ে আদর করে
       চলতো গল্প আলাপণ
করোনা এসে ভয়াল বেশে
         দূর থেকে সম্ভাষণ।


আশীর্বাদের ঐ হাতটা তোমার  
       নাইবা মাথায় দাও
দয়াল ঠাকুর মুচকি হাসে
       বৃথাই অর্ঘ্য সাজাও।


ধর্ম কর্ম থাক অন্তরতে
    আঢ়ম্বরের উপকরণ সামান্য
নিঃস্বার্থ সেবায় এখন চলুক
        নিয়ম পালন নগণ্য।


হাসি মুখে সম্ভাষণ হোক
          করজোড়ে দাও নমস্কার
বুকে জড়িয়ে আদর করলে
           করোনা হবে পুরস্কার।


-----------------------
বহড়ু,দক্ষিণ ২৪পরগনা, জয়নগর