"কেউ কি জানো"
  -----------বিশ্বরুপ


জানো কি?
কতটুকু জ্ঞান অর্জনে
নিজেকে যথেষ্ট জ্ঞানী বলা যায়।
কতটা সমুদ্র পাড়ি দিলে
জীবনের কুল পাওয়া যায়।


কতটুকু সঠিক পথে চললে
কারো চির বিশ্বাসী হওয়া যায়।
কতটা পথ একা পাড়ি দিলে
জীবনের সঠিক পথ চেনা যায়।


কতজন মানুষকে জানলে
সঠিক মানুষ চেনা যায়।
কতটা সুখ বিসর্জনে
কাউকে শতভাগ সুখী করা যায়।


কতটুকু ভালোবাসা দিলে
পরকে আপন করা যায়।
কতটা কষ্ট বুকে ধারণ করলে
অন্যের দুঃখে চির শান্তনা হওয়া যায়।


কতটা ভাবনার জন্ম দিলে
কাউকে নিয়ে আজীবন ভাবা যায়।
কতটুকু শক্ত বন্ধন গড়লে
কারো সাথে আজীবন থাকা যায়।


বলো, জানা আছে কার?
তবে কিসের তরে এতো আমার আমার?
কিসের এতো গৌরব,কিসের অহংকার!!
    ---------------------------
02/03/2020
বহড়ু, জয়নগর